আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে ইসি মাদারীপুরের কালকিনি, ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর থানার ওসি ও ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বলে ইসির একাধিক ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। এদিন সরকারি ছুটি গোষণা করেছে সরকার।