নিউজ ডেস্ক / বিজয় টিভি
২০১৯-২০ বছরের প্রস্তাবতি বাজেট জাতীয় সংসদে অনুমোদন হয়ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্অথমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের পক্ষে এই বাজেট পেশ করেন।
বাজেটে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশ এখন বৃহত্তম র্অথনীতির দেশ। এ দেশের মাথাপছিু আয় ২০০৫ সালের পরে তিন গুন বেড়েছ। সম্পূরক বাজেটে রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা র্ধায্য করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬১২ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন র্কমসুচির আকার ধরা হয়েছে ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা। করের হার না বাড়িয়ে করের লক্ষ্যমাত্রা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কাজ করবে জাতীয় রাজস্ব র্বোড। এবারের বাজেটে ঘাটতি দাঁড়াবে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। যা মোট বৈদেশিক উৎস থেকে ৬৮ হাজার ১৬ কোটি টাকা এবং আভ্যন্তরীন উৎস থেকে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা সংগ্রহ করা হবে। এই বাজেটে যুবকদের র্কমসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বাজেট রাখা হয়ছে। বাজেটে র্বতমান ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ও কপোর্রেট কর একই রাখার প্রস্তাব করা হয়েছে, এমনকি হোল্ডিং ট্যাক্সও বাড়েনি। মোবাইল ফোন কোম্পানির নূন্যতম কর টার্নওভারের ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে এবারেরে বাজেটে রাজস্ব আদায় বাড়াতে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি