খুলনায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ ও অসহায় নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এই বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যের চিকিৎসা সেবা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনা সদস্যরা। ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জিওসি আশাবাদ ব্যক্ত করেন।