জাতীয় খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত এক র্যালিতে বক্তব্য দেন ঢাকা-১০ আসনে সংসদ সদস্য (এমপি) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা-১০ আসনে সংসদ সদস্য (এমপি) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, নিরাপদ খাদ্য ব্যাপারটা এমন নয় যে, একদিনে সব খাদ্য নিরাপদ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে খাদ্য নিরাপদ হয়েছে। আমরা সোচ্চার হয়েছি, আমরা সচেতন করছি।
তিনি বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে যারা খাবার তৈরি করছে, যারা খাবার উৎপাদন করছে, প্রত্যেকটি সেক্টরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যাচ্ছে। তাদের সচেতন করা হচ্ছে, কোনো ব্যত্যয় পেলে জরিমানা করছে।
জাতীয় খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত এক র্যালিতে তিনি এসব কথা বলেছেন। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সাধারণ র্যালির পাশাপাশি সাইকেল র্যালিরও আয়োজন করে বিএফএসএ। র্যালিতে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার।
প্রসঙ্গত, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০১৮ সাল থেকে প্রতি বছর ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করে আসছে।