মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ২ জন নিহত হওয়ার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে। এরই মধ্যে আবারও ১টি মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ঘুমধুম এলাকায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘুমধুম এলাকায় মর্টার শেল বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এদিকে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার পর মঙ্গলবার ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আমবাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেলও এসে পড়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘মিয়ানমার থেকে ১১৩ জন বিজিপি ও ১ জন সাধারণ নাগরিকসহ মোট ১১৪ জন বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে।’