সারাদেশে সড়ক ও রেলপথের সব সেতু ও কালভার্টের অবকাঠামো জরিপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ষার আগেই যাতে নড়বড়ে সেতুগুলো চিহ্নিত করে সংস্কার করা যায় সেই লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, গত ২৩ জুন রাতে উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় প্রধানমন্ত্রী ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করে বর্ষার আগেই মেরামত করার নির্দেশ দিয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি