রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার একটি বাসা থেকে মোসাম্মদ সানজিদা খাতুন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সানজিদা লালবাগ শহীদনগর এক নম্বর গলি এলাকার মো. নুর ইসলামের মেয়ে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১টার দিকে শহীদনগর এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব গনমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে লালবাগ শহীদনগরের ১ নম্বর গলির একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে সানজিদা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।