যমুনা নদীর পানি কমায় সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে ঘর-বাড়ি ও রাস্তা ঘাট থেকে পানি নামতে শুরু করেছে।
তবে এখনো সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনার পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। এদিকে এখনো বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্যা কবলিত মানুষেরা আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিতদের জন্য ১৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-বেইজিং ৭ ঘোষণাপত্র, ২১ চুক্তি-সমঝোতা স্মারক সই
পানি উঠে পড়ায় বন্ধ রয়েছে জেলা ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বন্যায় জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট।