কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে পাঁয়তারা চালাচ্ছে বিএনপি — এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৪ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। সরকার এই আন্দোলনকে রাজনৈতিকভাবে কেনো মোকাবেলা করবে? এই আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহল অপকৌশল ও ষড়যন্ত্র করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে সরকারের কিছু করার নেই। চূড়ান্ত শুনানিতে আদালত সবার বক্তব্য শুনে রায় দেবেন। এ সময় জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানান তিনি।