কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতর থেকে রাজধানীর মহাখালী রেলগেটে পুলিশ বক্সে আগুন দেয়া হয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেয়া হয় এবং মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেয়া হয়।
ওই সময় বক্সের ভেতরে পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। আগুন দেয়ার পর তিনি দৌড়ে বেরিয়ে আসেন। পরে সময় সংবাদকে জানান, অল্পের জন্য প্রাণে বেঁচেছি। একটু দেরি হলেই মারা যেতাম।
এদিকে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর এখন সেখানকার অবস্থা কিছুটা শান্ত। সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে।