সময়টা ভালো যাচ্ছে না অভিনেত্রী মৌ শিখার। দীর্ঘদিনের অভিনয়জীবন সত্ত্বেও হাতে নেই কাজ। প্রায় আড়াই মাস ধরে অনেকটা বেকার সময় কাটছে অভিনেত্রীর; ফলে একরকম সংকটের মাঝেই কাটাচ্ছেন অভিনেত্রী।
নিজের এই দুঃসময়, হতাশা আর শিল্পজীবনের সংকট নিয়ে সম্প্রতি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মৌ শিখা। যেখানে স্পষ্ট ভাষায় অভিনেত্রী বলেছেন, তিনি মরে গেলে যেন কেউ আফসোস না করেন।
বলা বাহুল্য, মৌ এর এই পোস্টে নীরব কান্না শুনতে পেয়েছেন তার ভক্ত-অনুরাগীরাসহ তার সহশিল্পীরাও। তার এমন হৃদয়বিদারক পরিস্থিতি নাড়া দিয়েছে মিডিয়াপাড়ার প্রায় অনেকেরই। এমন সময়ের সহশিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী মনিরা হোসেন মিঠু।
এক ফেসবুক পোস্টে নির্মাতাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘পরিচালকদের অনুরোধ করছি, মানুষটিকে কাজ দিয়ে বাঁচিয়ে রাখুন প্লিজ।’
তবে শুধু এই অনুরোধই নয়, মিডিয়ার কর্তাদের প্রতি ইঙ্গিতপূর্ণ একটি বার্তাও দিয়েছেন মনিরা মিঠু। শিখার সঙ্গে সংহতি জানিয়ে আরও একটি পোস্টে মনিরা মিঠু লেখেন, ‘ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে। লম্বা লাইন ধরে সবাই খাবে।’