হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৫ আগস্ট) বেলা ৪টার দিকে প্রায় ৫০০ শিক্ষার্থীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সব হলের তালা ভাঙা হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হলে আমরা সিট ভাড়া দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মধ্য রাতে আমাদের হল থেকে বের করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন আমাদের সাথে নিষ্ঠুর আচরণ করে। আমরা হল খোলার অনুরোধ করেছি হল খুলে দেয়নি, তারপর আল্টিমেটাম দিয়েছি তখনও হল খুলে দেওয়া হয়নি। তাই আমরা আজকে হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছি।
একই সাথে তারা আরো দাবি করেন, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ৪৮ ঘণ্টার মধ্যে পরিবর্তন করে যথাক্রমে, বিজয় ২৪হল, জীবনান্দদাস হল ও প্রীতিলতা হল বলে নাম রাখতে হবে।