আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের শহরে। নিজেদের দাবি আদায়ে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন সংগঠন।
এরই প্রেক্ষিতে আজ সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে সমবেত হয়েছে বিভিন্ন সংগঠন। এতে সচিবালয়ের সামনের রাস্তায় একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে আছে। অপর একটি লেন দিয়ে দুই লেনের সব যানবাহন চলাচল করছে।
সরেজমিনে সোমবার দুপুরে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে দেখা যায়, সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন পালন করতে সমবেত হয়েছেন গ্রাম পুলিশের সদস্যরা, বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২-এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’।