ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপনের ১২ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে।
এ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী আগে অত্যাবশকীয় কাজে বিদেশ ভ্রমণের প্রয়োজন হলে ব্যাংক এমডি বা সিইওকে কেন্দ্রীয় ব্যাংকের থেকে পূর্বানোমোদন নিতে হতো।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক এমডি বা সিইওকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানোমদনের প্রয়োজন নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে চাইলে বিদেশ ভ্রমণ করা যাবে।
তবে বিদেশ ভ্রমণের ১০ দিন আগে এমডি বা সিইওর অনুপস্থিতিতে যে ভারপ্রাপ্ত হবেন তার নাম, পদবী, দাফতরিক ফোন নাম্বার এবং ই-মেইল ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে লিখিতভাবে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা জারির পর থেকে দ্রুত সময়ের মধ্যে এটি কার্যকরের আদেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।