শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদ থেকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম পেয়েছিলেন কাজী সালাউদ্দিন। তবে পদত্যাগ তো দূরের কথা, এই পদের জন্য আবারও নির্বাচন করবেন বলে মন্তব্য করেন তিনি। এবার এই ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
তবে অভিযোগকে অস্বীকার করেছেন সালাউদ্দিন। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে তিনি বলেন, আপনার কী মনে হয়, আপনিই বলুন। যে মামলাটা দিছে, আপনি তো শুনছেনই, আপনাদেরই তো বলা উচিত, বোঝা উচিত। আমি কী বলবো, আমি তো বোকা বনে গেছি শুনে। আর যে তারিখের কথা বলছে, ওই তারিখে আমি দেশেই ছিলাম না। আজকে থেকে নয় বছর আগের কথা বলছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এ সময় তারা গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও আহত হন।