নিউজ ডেস্ক / বিজয় টিভি
খালেদা জিয়ার মুক্তির জন্য শুধু আইনি লড়াইয়ে নির্ভর না করে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতীকী অনশনে যোগ দিয়ে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে। এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। এ ছাড়া সরকার বিচার বিভাগ, প্রশাসন ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের ওপর করের বোঝা চাপানো হয়েছে। পরে মির্জা ফখরুল অনশনকারীদের অনশন ভঙ্গ করান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি