আগামী ১৪ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ ফেব্রুয়ারি ৬৪ জেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান নতুন এই কর্মসূচির ডাক দেন। এসময় অন্তবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণঅধিকার পরিষদ আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু আওয়ামী লীগ নয় এখনও যারা চাঁদাবাজি-টেন্ডারবাজি করছে তাদেরকেও গ্রেফতার করতে হবে।