বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক দুই থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম ধানমণ্ডি থানার মামলায় পাঁচ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদার, স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরসহ মোট ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিনের আবেদনে আদালত এ আদেশ দেয়া হয়। দুদকের আবেদনে বলা হয়, তাদের ব্যাংক হিসাব খোলার সময় থেকে এ পর্যন্ত বিপুল অর্থ লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এসব অর্থ তারা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সেগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
এক্সিম ব্যাংক ও ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ও অন্যদের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ ও ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গত ১ জানুয়ারি তিনি ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মত ব্যাংক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ আত্মগোপনে চলে যান।
নজরুল ইসলাম মজুমদারও ওই সময় থেকে আর প্রকাশ্যে আসেননি। খবর রটেছিল বিদেশ চলে গেছেন আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে আলোচিত নজরুল ইসলাম। যদিও গত ১ অক্টোবর ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবক ইমন হোসেন গাজী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।