লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর বেশিরভাগই জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসে। তবে কয়েকজন যাত্রী বাসের ভেতর আটকা পড়ে। ফায়ার সার্ভিস টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।