ছয় দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সূত্র জানায়, নাসিমুল গনি বুধবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। এই সফর আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা। এ চুক্তির আওতায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফরকে মসৃণ করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। এই সফর দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম ও ডিআইজি মো. জান্নাতুল হাসান।