1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হেগে এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিদেশি বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো উঠে আসবে। এর মধ্যে থাকবে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা সহযোগিতা, এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ইত্যাদি।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্প্রতি ইতালি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোম থেকে তিনি সরাসরি হেগে পৌঁছান। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসাদ আলম সিয়াম প্রথম বিদেশ সফরে তুরস্কে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার বিদেশের মাটিতে নেদারল্যান্ডসের সঙ্গে এটি হবে তার প্রথম নেতৃত্বাধীন দ্বিপাক্ষিক বৈঠক।

এফওসি (Foreign Office Consultation) আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পানি ব্যবস্থাপনা, ডেল্টা প্ল্যান, কৃষি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক সহযোগিতা বৈঠকের মূল আলোচ্য হবে। এ ছাড়া গণতান্ত্রিক সংস্কার, জাতীয় নির্বাচন, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, এবং জাতিসংঘ ও বৈশ্বিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন  নিয়েও আলোচনা হতে পারে।

হেগে কাজের অভিজ্ঞতা থাকা এক বাংলাদেশি কূটনীতিক বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের কাজের অনেক সম্ভাবনা রয়েছে। দুই দেশ ইতোমধ্যে  দ্বৈত কর এড়ানো চুক্তি সই করেছে। বাংলাদেশ থেকে তৈরি পোশাক  প্রধান রপ্তানি পণ্য হিসেবে নেদারল্যান্ডসে যায়। এই বাণিজ্য সম্পর্ক আরও বিস্তারের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ৫০টিরও বেশি ডাচ এনজিও সক্রিয় রয়েছে। আগের সরকার মেয়াদের শেষদিকে ডেল্টা প্ল্যানের আওতায় প্রায় ৮০টি প্রকল্প  পরিকল্পনার অংশ ছিল। তবে সরকার পরিবর্তনের পর ওই উদ্যোগ কিছুটা স্থবির হয়ে পড়ে। এবারের বৈঠকে নেদারল্যান্ডস এই বিষয়ে গুরুত্ব দেবে।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস, তবে সাম্প্রতিক সময়ে দেশটি তাদের বিদেশি সহায়তা হ্রাস করায় বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আলোচনায় বিষয়টি তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সুখবর পেলেন হামজা-জামালরা

সুখবর পেলেন হামজা-জামালরা

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.