ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ দুটি ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন।
শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুইটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ধুলদী বাজার এলাকায় যাত্রীবাহী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধুলদী ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাসের ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় আরো ২ জন।
অন্যদিকে, নগরকান্দা উপজেলার তালমা মোড়ে লোকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেবার পথে মারা যায় আরো ১ জন। এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি