শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।
রবিবার দুপুরে সিলেট সরকারী অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ অনুষ্ঠান উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, দু’একটা বিশ্ববিদ্যালয়ে সমস্যা হলেও বাকী সকল বিশ্ববিদ্যালয় সঠিক ভাবে চলছে। আলোচনার মাধ্যমে দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে । এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী বারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি