বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দুর্নীতিবাজ, সুবিধাভোগীদের বর্জন করে ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’কে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিরীন আহমেদ।
সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে তিনি আরো জানান, লক্ষ্য অর্জনের গতির উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে অতি দ্রুত বঙ্গবন্ধু সৈনিক লীগের কাউন্সিল গঠন করে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করা হবে। এসময় কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি