দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিযান শুরু করা মালদ্বীপের মেয়েরা মাত্র ৬ রানেই অলআউট হয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে। এ খেলার মধ্যে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মালদ্বীপ।
দক্ষিণ এশিয়ান গেমস এ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল তুলে নেই ২৫৫ রান । ফারজানা ও নিগারের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা।
২৫৫ তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি মালদ্বীপের মেয়েরা। ১২.১ ওভার খেলে মাত্র ৬ রান করে অলআউট হয় মালদ্বীপের মেয়েরা।
এসএ গেমস ক্রিকেটের ফাইনাল আগেই নিশ্চিত করা বাংলাদেশের মেয়েদের বিশাল ব্যবধানের এ জয়টা কিন্তু প্রত্যাশিতই। কেননা, মালদ্বীপ এ ইভেন্টের দুর্বলতম দল।
বাংলাদেশের বোলার রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিকের মুখ দেখেননি তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন আরও ২ উইকেট। ৩ রান তুলতেই মালদ্বীপ ততক্ষণে ৬ উইকেট হারিয়েছে। আর ৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় দলটি। ৩টি করে উইকেট নিয়েছেন রিতু ও সালমা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি