ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একই সাথে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ জন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতরাসহ সবাই মিলে নির্বাচনী কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বাদ যাওয়ার কারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা গ্রহণযোগ্য এবং জনপ্রিয়, তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। পরে, মনোনীত দুই প্রার্থী নির্বাচিত হলে নগরবাসীকে একটি সুন্দর নগরী উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি