পেশাগত দক্ষতা উন্নয়নে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কোর্সটি দেশ বিদেশে সমভাবে সমাদৃত উল্লেখ করে তিনি বলেন, এতে অংশ গ্রহণকারি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতা নিজেদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
এ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্যও স্পিকার গ্র্যাজুয়েটদের প্রতি আহবান জানান।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ঢাকায় ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) আয়োজিত গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।
ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতার জন্ম-শতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দু’লাখ মা-বোন এবং ১৯৫২ সালের ভাষা শহীদদেরও শ্রদ্ধাভরে স্মরণ করেন।
স্পিকার সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ডিএসসিএসসি’র ২০১৯-২০ কোর্সে অংশগ্রহণকারি সকলকে অভিনন্দন জানান।
স্পিকার কোর্সে অংশগ্রহণকারি গ্র্যাজুয়েটদের পেশাগত জীবনের সার্বিক সফলতা কামনা করেন। এবং কোর্সের গ্র্যাজুয়েটদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করারও আহবান জানান।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন জসিম,বিমানবাহিনীর উইং কমান্ডার মাহবুব এবং সাউথ আফ্রিকার লেফট্যান্যান্ট কর্নেল উইলি এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
৫৪ জন বিদেশী প্রশিক্ষণার্থীসহ মোট ২৩৫ জন প্রশিক্ষণার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি