দেশে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন ফেরত যেসব শিক্ষার্থী অসুস্থবোধ করেছিলেন তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ।
আজ (শুক্রবার) বিকেলে মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ সময় তিনি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের মঙ্গল কামনা করেন না বলেও জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি