সৌদি আরবের সরকার ওমরাহ ভিসা ও ভিজিট ভিসায় সেদেশে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা অপাততঃ ভ্রমণ করতে পারবেন না।
গতকাল (বৃহস্পতিবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ওমরাহ/ভিজিট ভিসাধারী যে সকল যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট ক্রয় করেছেন, তারা চাইলে রিফান্ড নিতে পারবেন।
এছাড়াও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ সাপেক্ষে যাত্রীরা যেতে পারবেন। তবে ওয়ার্ক পারমিট/এমপ্লয়মেন্ট ভিসাধারীরা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন।
ইতোমধ্যে যে সকল যাত্রী ওমরা ও ভ্রমণ ভিসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করে সৌদি আরবে অবস্থান করছেন তারা নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি