মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম সরকার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় গতকাল (রোববার) মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী মুহিউদ্দিন ইয়াসিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।’
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আনন্দের সঙ্গে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার এ নিয়োগ একজন নেতা হিসেবে জনগণের সেবায় নিষ্ঠা ও অঙ্গীকারের প্রতি সত্যিকারের স্বীকৃতি।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মালয়েশিয়াকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পেয়েছে। শেখ হাসিনা বলেন, অতীতে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ফোরামে দু’দেশ অভিন্ন অবস্থান গ্রহণ করেছে।
শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের অনুষ্ঠানের সময় বাংলাদেশ সফরের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি