দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ (বুধবার) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার তার করণীয় সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে করে কোনোরকম সংক্রমণ ঘটলে সাথে সাথে পরিপূর্ণ ব্যবস্থা নিতে পারে। একই সাথে বিদেশ থেকে যারা আসছেন তাদের পরীক্ষা না করে দেশে ঢুকতে দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাকসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টভি