করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলার সার্বিক অবস্থা জানতে চাইলে শহীদুল ইসলাম জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এদিকে, জয়পুরহাট ডিসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মুনির জামান সংবাদ সংম্মেলনে বলেন, জয়পুরহাটে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেইভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি