বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।
এ সময় স্পিকার বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর মধ্যে যার নাম শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।
এরপর জাতীয় সংসদ সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন বরেণ্য ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। আগামীকাল বিকেলে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি