করোনা ইউনিটে আগুনে ৫ জন নিহতের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে হাসপাতালের করোনা ইউনিটে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিলো না।
সেই সাথে আগুন লাগার পর যথেষ্ট সময় পেলেও হাসপাতালের কেউ তা নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। পুলিশ জানায়, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ২৪ ঘণ্টা ফায়ার সেফটি অফিসার ও কার্যকরী অগ্নি নির্বাপন দল উপস্থিত থাকার কথা থাকলেও ঘটনার সময় তারা অনুপস্থিত ছিলো।
এর আগে ফায়ার সার্ভিসের তদন্তেও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি উঠে আসে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি