প্রান্তিক কৃষকের উৎপাদিত কৃষিপণ্য, ক্রয় এবং বিক্রয়ের জন্য পরিপূর্ণ আঙ্গিকে ডাক বিভাগকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
আজ (শনিবার) সকালে, ডাক অধিদপ্তর বিনা মাশুলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে, স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে, জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রান্তিক কৃষককে তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে বিক্রয়লব্ধ টাকা কোন মধ্যস্বত্বভোগী ছাড়াই সংশ্লিষ্ট কৃষকের হাতে পৌঁছে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে এসময় জুম ভিডিওতে সংযুক্ত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, জেলার কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক নজরুল ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি