সাবেক বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা মারা গেছেন। শুক্রবার ভোরে ময়মনসিংহের ব্রাহ্মপল্লির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ ক্রিকেটার। গত বছর স্ট্রোকের পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
তার নাতি প্রাঞ্জল গোয়ালা ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার হারুন অর রশিদ জানান, সপ্তাহ খানেক আগে অস্ত্রোপচার হওয়া চোখে চোখ উঠেছিল। সেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি।
গতকাল থেকে চোখের ব্যথা কমে আসলেও বুকে ব্যথা অনুভব করছিলেন। রাতে ঘুমিয়ে ছিলেন ঠিকঠাক মতো।
সকালে নাস্তা খাবার জন্য তাকে ডাকা হলে সাড়া দিচ্ছিলেন না। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, চিরকুমার কিংবদন্তী ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহের সর্বস্তরে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি