ঢাকার মিরপুরের রূপনগরে নিজ বাসার সামনে বুধবার রাতে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
আহত আব্দুস সাত্তার (৪৫) ওই এলাকার বাসিন্দা।
ভিকটিমের ভাই ইব্রাহিম জানান, ১০ নং রোডের সামনে তার ভাই যখন দাঁড়িয়েছিল তখন তিনজন যুবককে সেখানে দেখা যায়।
তারা পালিয়ে যাওয়ার আগে তার ভাইকে গুলি করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সূত্র: ইউএনবি