করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ (সোমবার) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ আহ্বান জানান।
যারা করোনায় মৃত ব্যক্তির সৎকার করছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক হবেন না।
প্রত্যেকটি মরদেহের প্রতিই আমাদের সম্মান জানানো উচিত। সঠিকভাবে তাদের দাফন বা সৎকার করা দরকার। সেজন্য একজন মানুষ মারা গেলে যথাযথভাবে যাতে সৎকার হয়, সে ব্যাপারে সবাইকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।’
অধ্যাপক নাসিমা সুলতানা এ সময় করোনা মোকাবিলায় কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।