৫ জানুয়ারীর মত বিএনপি নির্বাচনে না এসে যদি জ্বালাও পোড়াও সহিংসতার আশ্রয় নেয় তবে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তুব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদুল আযহার নামাজ শেষে নোয়াখালীর ওটার হাট ঈদগা ময়দানে
স্থানীয়দের সাতে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজয় টিভি /নিউজ ডেস্ক