কোরবানির পশুরহাট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সকালে তার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিং-এ তিনি এ আশংকার কথা জানান। তিনি বলেন, যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।
এছাড়া মহাসড়কের উপর কিংবা পাশে বসানো যাবে না। পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে। এ সময় তিনি অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য করোনার ফির বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
নিউজ ডেস্ক/ইবজয় টিভি