জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৬ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, পানি কমলেও আগামী ৩ ও ৪ জুলাই যমুনার পানি আবারও বাড়তে পারে।
এদিকে, জামালপুর জেলার ৪২ ইউনিয়নের প্রায় তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। নলকূপ তলিয়ে থাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
যমুনা নদীর পানি কিছুটা কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় জামালপুর সদর উপজেলার তুলশীর চর, লক্ষ্মীরচর ও নাওভাঙা চর এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি