করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১১৭তম দিনে আজ (বৃহস্পতিবার) রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৯২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯ জন।
ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪,৩৬৪ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৬৬,৪৪২ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি