মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারী করোনার এ দূর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে।
মন্ত্রী আজ (শনিবার) দুপুরে তার নির্বাচনী এলাকা পিরোজপুরে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও টাকা এবং গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে টিন, টাকা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে তিনি এসব কথা বলেন এবং এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
আজ ২৫০ বান্ডিল ঢেউটিন, সাড়ে ৭ লাখ টাকা এবং ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হাকিম হাওলাদার। এসময় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (বাসস)