করোনার বাধা অতিক্রম করেই দেশের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ সুরক্ষায় রাজধানীতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ‘‘অনেক প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের মতো আমাদের উন্নয়ন কর্মক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের থেমে থাকলে চলবে না, নানা প্রতিকূলতা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।” (সুত্র: বাসস)