দিনাজপুরের বিরল স্থল বন্দর পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।
আজ (সোমবার) দুপুরে স্থলবন্দর পরিদর্শনকালে তার সাথে ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
স্থল বন্দর পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি দেশের একমাত্র স্থলবন্দর যা ব্যবহার করে একই সাথে রেল ও সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত, ভুটান নেপালে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি