অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশি নাগরিক পাচারের ঘটনায় চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৩।
বুধবার (০৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, ভিয়েতনামে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি