ঈদুল আজহার ছুটির সময় চার জেলা থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলো হয়, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে করোনার সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।’
বুধবার প্রজ্ঞাপনটি জারি করা হলেও তা প্রকাশিত হয় বৃহস্পতিবার রাতে।
ঈদের ছুটিতে এ চারটি জেলা থেকে দেশের অন্যান্য অঞ্চলে মানুষ যাতে যাতায়াত না করতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। সূত্র: ইউএনবি