করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে রাজধানীর বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে রাজধানী গুলশানের এক হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, গুলশান থানায় র্যাব-১ এর দায়ের করা মামলায় ফয়সালকে গ্রেপ্তার করা হয়ছে।
সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তারসহ এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
ফয়সালকে আজ মঙ্গলবার গুলশান থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন লেফট্যনেন্ট কর্নেল আশিক বিল্লাহ। সূত্র: ইউএনবি