রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (বুধবার) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ডেমরা রোডস্থ হক ফিলিং স্টেশন পাম্পের সামনে এবং কাজলা ও গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আ. শুক্কুর (৪৩), আ. রহমান (৩৩), মো. সেলিম (২৩), মো. আমীন ভূইয়া (৬৫), মো. আল আমিন (২৬) ও মো. কামরুজ্জামান (২৮)।
আজ (বৃহস্পতিবার) যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ি থানার ডেমরা রোডস্থ হক ফিলিং স্টেশন পাম্পের সামনে থেকে ৪০ কেজি গাঁজাসহ আমীন ভূইয়া, আল আমিন ও কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এছাড়া পুলিশের অপর একটি টিম বুধবার দিবাগত রাতে একই থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ শুক্কুর ও রহমানকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যানুযায়ি একই রাতে গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ সেলিমকে গ্রেফতার করা হয়। (সুত্র: বাসস)