ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশা নিধনে নতুন ওষুধ গ্র্যানিউলস এ মাসেই আসছে বলে জানিয়েছেন, মেয়র আতিকুল ইসলাম।
সকালে, রাজধানী উত্তরার একটি কমিউনিটি সেন্টারে, কোরবানি পরবর্তী পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায়, পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরো বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ট্যাক্সের পরিধি বাড়াতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে উত্তরের সকল কাউন্সিলরদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন আহমেদসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি